মিরপুরে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

|

রাজধানীর মিরপুরে ছাত্রলীগ-যুবলীগের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর ৬ নম্বর সেকশনে পূর্বঘোষিত জনসভায় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে আসেন বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সাথে এক হয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

তবে পুলিশের মিরপুর জোনের ডিসি জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর আগ বাড়িয়ে হামলা করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply