ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতিতে বল করার জন্য পরিচিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। যিনি বোলিং করতেন ঘণ্টায় ১৬১.৩৭ কি.মি বেগে। তার বোলিং একশনকে ভয় পেতেন না এমন ব্যাটার খুব কমই ছিল সে সময়। এরপর যদি শোয়েব কাউকে খুনের হুমকি দেন তাহলে তো রক্ষাই নেই।
আজ থেকে ২২ বছর আগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লিকে খুনের হুমকি দিয়েছিলেন সাবেক এই গতিদানব। তবে তা অস্ত্র হাতে নয়, বল হাতে। ২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক ম্যাচে ঘটে এমন ঘটনা। সম্প্রতি একথা জানিয়েছেন কিংবদন্তি ব্রেট লি।
ব্রেট লির ভাষ্য, ছাদ ঢাকা এক স্টেডিয়ামে খেলা চলছিলো। উইকেটে ঘাস ছিল। বল দেখতে পারছিলাম না। যখন আমি ব্যাট করতে নামলাম সেই মুহূর্তেই শোয়েব এসে আমায় বললো ‘তোমাকে খুন করে ফেলবো’। আমি একথা শুনে ভয়ে কাঁপছিলাম।
শোয়েবের করা প্রথম বলটি লাগে ব্রেট লি’র পায়ে। এলবিডব্লিউ’র আবেদন করা হয়। কিন্তু নট আউট থেকে যান এই অজি। আর তাতেই দুশ্চিন্তা বেড়ে দ্বিগুণ হয়ে যায় এই তারকার।
লি বলেন, বলটা পায়ে লাগার পরেই বুঝতে পেরেছিলাম আমি আউট। কিন্তু আম্পায়ার নট আউট দেখালো। আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পরের বলটা নিশ্চিত আমার মুখে এসে পড়বে। কিন্তু শোয়েব ইয়োর্কার করলো। এরপরেই বোল্ড হয়ে গিয়েছিলাম। আউট হয়ে সেদিন আমি মহা খুশি ছিলাম।
সে সময় পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই কেউ কাউকে এক ইঞ্চি ছাড় দিতেও রাজি নন। শোয়েব ও ব্রেট লি’র একটা জিনিস দুজনই আগুনে গতিতে বল করতেন। তবে, তবে মাঠের ভেতর তারা যতটা আগ্রাসী, মাঠের বাইরে ততটাই বন্ধুসুলভ।
জেডআই/
Leave a reply