ইইউর সদস্য হওয়ার পথে আরও উন্নতি ইউক্রেনের: উরসুলা

|

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার পথে ইউক্রেনের আরও উন্নতি হয়েছে বলে দাবি করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন। বলেন, ইউক্রেন ইইউর সদস্য হওয়ার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তিনি সন্তুষ্ট। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভে যান উরসুলা। সেখানেই এমন দাবি করেন তিনি।

জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান বলেন, ইইউতে যোগ দেয়ার প্রক্রিয়া ভালোমতো চলছে। খুবই সন্তোষজনক অগ্রগতি হয়েছে ইউক্রেনের। এদিকে একই সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, তাদের বর্তমান প্রাধান্য হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনকে রক্ষা করতে এখন তাদের এ ব্যবস্থা প্রয়োজন।

এ সময় জেলেনস্কি অভিযোগ করেন বলেন, জার্মানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার কথা বলেও এখনো দেয়নি। তাছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করেনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply