রানির শববাহী কফিন দেখতে ৮ কিলোমিটার লম্বা লাইন

|

ছবি: সংগৃহীত

লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে চলছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন। শববাহী কফিন একনজর দেখতে প্রায় ৮ কিলোমিটার লম্বা লাইন ছিল। অনেকেই ৯ থেকে ১০ ঘণ্টা অপেক্ষার পর দেখতে পান রানিকে বহনকারী কফিন। শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেন দ্বিতীয় এলিজাবেথকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্দ্রী বেন ওয়ালেস এবং স্কটিশ মন্ত্রী এলিস্টার জ্যাক। দুই রাজনীতিকই ‘রয়েল কোম্পানি অব আর্চারস’ এর সদস্য। চারদিনের শ্রদ্ধা নিবেদনের পর ১৯ সেপ্টেম্বর হবে রানির শেষকৃত্য। যাতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিরা।

ব্রিটিশ প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ছাড়া কেউ ভিভিআইপি মর্যাদা পাবেন না। তাছাড়া আনুষ্ঠানিকতার নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, জাতীয়ভাবে দুই মিনিটের নীরবতা পালন করা হবে। লন্ডনের রাস্তায় থাকবে বিশেষ শোক মিছিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply