রানির শেষকৃত্য: হিথ্রো এয়ারপোর্টের ফ্লাইটে রদবদল

|

ছবি: সংগৃহীত

রানির প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার হিথ্রো এয়ারপোর্টের ফ্লাইটে আনা হয়েছে রদবদল। এমনটা নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে জানানো হয়, ১৫ শতাংশ শিডিউল রদবদলের আওতায় পড়েছে। মূলত আনুষ্ঠানিকতা চলাকালে লন্ডনের আকাশ শব্দহীন রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে ব্রিটিশ এয়ারওয়েজের ১০০টি এবং ভার্জিনিয়া আটলান্টিকের চারটি ফ্লাইটকে পড়তে হবে ভোগান্তিতে।

জাতীয়ভাবে দুই মিনিট নীরবতা পালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৫ মিনিট দেরিতে উড়বে শিডিউলে থাকা ফ্লাইট। এ সময়ের মধ্যে এয়ারপোর্টে অবতরণও করবে না কোনো যাত্রীবাহী বিমান। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে হিথ্রো এয়ারপোর্ট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply