ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে আসছে ৩ পরিবর্তন

|

এবারের বিশ্বকাপের শুরুটা আশাব্যঞ্জক হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। টুর্নামেন্টে আত্মবিশ্বাস ফিরে পেতে পরের ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনো বিকল্প পথ খোলা নেই তাদের। সেই লক্ষ্যে আলবিসেলেস্তেদের দলে আসছে বড়সড় পরিবর্তন।

আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে আসতে পারে তিন পরিবর্তন। আইসল্যান্ডের বিপক্ষে পুরোটা সময় নিজের ছায়া হয়ে থেকেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তার পরিবর্তে ২০ মিনিট আগে নেমে আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ান পাভোন। তাই ডি মারিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন এ উইঙ্গার।

গত বিশ্বকাপের পারফরম্যান্স আমলে নিয়ে লেফট ব্যাকে খেলানো হয়েছিল মার্কস রোহোকে। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সঙ্গত কারণে জায়গা হারাতে পারেন তিনি। ঢুকতে পারেন গ্যাব্রিয়েল মারকাদো।

কয়েক বছরে আর্জেন্টিনার ভঙ্গুর মাঝমাঠে হাল ধরা নাবিক লুকাস বিগলিয়া। তার ওপর আস্থা রাখা হয়েছিল এবারও। কিন্তু বিশ্বকাপ অভিযানে প্রথম ম্যাচে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। বাদ পড়তে পারেন তিনিও। তার জায়গায় ঢুকতে পারেন মার্কোস আকুনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: উইলি কাবাল্লেরো (গোলরক্ষক); নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, গ্যাব্রিয়েল মারকাদো (রক্ষণভাগ) ; মার্কোস আকুনা, হাভিয়ের মাশ্চেরানো, এদুয়ার্দো সালভিও (মাঝমাঠ) ; ক্রিস্টিয়ান পাভোন, লিওনেল মেসি, ম্যাক্সিমিলিয়ানো মেজা ও সার্জিও আগুয়েরো (আক্রমণভাগ)।

আর্জেন্টিনার আগের একাদশ: উইলি কাবাল্লেরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, মাক্সিমিলিয়ানো মেজা, লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply