Site icon Jamuna Television

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ইংল্যান্ড

একদিনের ক্রিকেট আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ইংল্যান্ড ক্রিকেট দল। এতদিন ওয়ানডে ক্রিকেটে ইংলিশদের গড়া ৪৪৪ রানই ছিল দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। নিজেদের সেই বিশ্ব রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে নুতন রেকর্ড গড়ল ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দল।

এই রিপোর্ট লেখা অবস্থায় ইংল্যান্ডের সংগ্রহ ৫০ ওভারের খেলা শেষে ৪৮১/৬ রান। অ্যালেক্স হেলস ১৪৭ ও ৬৭ রান করেন অধিনায়ক ইয়ন মর্গান। এছাড়া জনি বেয়ারস্টো ১৩৯ রান করেন।

২০১৬ সালের আগস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেটে ৪৪৪ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছিল ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দলটি। দুই বছরের ব্যবধানে সেই মর্গানের নেতৃত্বেই আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ইংলিশরা।

মঙ্গলবার নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।

উদ্বোধনীতে জেসন রয়কে সঙ্গে নিয়ে ১৫৯ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো। ৬১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে রান আউটের ফাঁদে পড়েন রয়। তিনে ব্যাটিংয়ে নামা অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ফের ১৫১ রানের জুটি গড়েন বেয়ারস্টো।

Exit mobile version