বেঙ্গালুরুতে লেকের পানি বিষাক্ত হয়ে হাজারো মাছের মৃত্যু

|

বিষক্রিয়ায় হারালুর লেকে মরে ভেসে ওঠা মাছ।

ভারতের বেঙ্গালুরুতে হারালুর লেকের পানি বিষাক্ত হয়ে মারা যাচ্ছে হাজারো মাছ।

কর্তৃপক্ষ জানায়, ময়লা-আবর্জনার অব্যবস্থাপনার জেরে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে। বৃষ্টিপাতের কারণে ড্রেনের পানি মিশছে লেকের পানিতে। এতেই ছড়াচ্ছে দূষণ। মাছ মরে ভেসে উঠছে পানিতে।

জানা গেছে, কেবল হারালুর লেক থেকেই তোলা হয়েছে প্রায় ৪ টন মরা মাছ। বেঙ্গালুরুর কিছু কিছু জলাশয়ে দূষণের মাত্রা এতোটাই বেশি যে পানিতে ফেনার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, বেঙ্গালুরু শহরে প্রায় ৮০টির মতো জলাশয় রয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply