Site icon Jamuna Television

মিসরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পথে রাশিয়া

আবারো লালের ঢেউ। তার তোড়ে ভেসে গেল সাদা। সৌদি আরবের পর মিসরকেও অতল সাগরে ডুবালো রাশিয়া। নীলনদের দেশটিকে ৩-১ গোলে হারালো রুশরা।

এ জয়ে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত হলো লাল জার্সিধারীদের! আর বিদায় কিনারে সাদা জার্সিধারীরা!

সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয় রাশিয়া-মিসর। ম্যাচটি পিরামিডের দেশটির জন্য মহাগুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে তাদের। এমন সমীকরণের ম্যাচে দলে ফিরেছেন আশার প্রদীপ মোহাম্মদ সালাহ।

তবে সেই প্রদীপ জ্বলে উঠেনি। জ্বলে উঠতে পারেননি দলের বাকি সদস্যরাও। কয়েকবার আক্রমণে উঠেন তারা। তবে তাদের দুর্বল আক্রমণগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়।

উল্টো কাউন্টার অ্যাটাকে ত্রাস ছড়ায় রাশিয়াও। তবে গোলমুখ খুলতে পারেননি রুশরাও। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয় তাদের।

বিরতিতে ফিরে রূদ্রমূর্তি ধারণ করেন রাশিয়া। শুরুতেই হানে আক্রমণ। সেই ‘বোমা’ সামলাতে না পেরে গোল খেয়ে বসে মিসর। আহমেদ ফাথির আত্মঘাতি গোলে পিছিয়ে যায় দলটি।

Exit mobile version