অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আহমেদ আল রাউয়ির হ্যাটট্রিকে লাল-সবুজদের ৩-০ গোলে উড়িয়ে দেয় কাতার।
গোলের কিছু সুযোগ তৈরি করলেও দুর্বল রক্ষণ ও গোলকিপিং হারের কারণ হয়েছে বাংলাদেশের। বাহরাইনের আরাদে আল মুবারক স্টেডিয়ামে শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে কাতার। খেলার ২২ মিনিটে বাংলাদেশের ডিফেন্সের ভুলে দলকে লিড এনে দেন রাউয়ি। ৬০ মিনিটে গোলরক্ষক শান্ত কুমারের দুর্বলতায় ২-০ গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি কাতারের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন আহমেদ আল রাউয়ি। তিন ম্যাচে একটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে তিন নম্বরে অবস্থান বাংলাদেশের। আর ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতার।
জেডআই/
Leave a reply