আমানতকারীদের চাপে লেবাননে ব্যাংক বন্ধ রাখার পরিকল্পনা

|

টাকা উত্তোলনের জন্য ব্যাংকের গ্লাস ভেঙেছেন একজন আমানতকারী। ছবি: সংগৃহীত

লেবাননে আমানতকারীদের চাপে ব্যাংক বন্ধ রাখার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে আগামী সপ্তাহে তিনদিন স্থগিত থাকবে ব্যাংকিং কার্যক্রম।

নিজেদের জামানতের টাকা আদায়ে ব্যাংক ডাকাতির ঘটনা বেড়েই চলেছে দেশটিতে। ঝুঁকিতে রয়েছেন কর্মীরা। ব্যাংকগুলোর সামনে ভিড় করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। শুক্রবারও (১৬ সেপ্টেম্বর) আটটি ব্যাংক ঘেরাও করে রাখে আমানতকারীরা।

রাজধানী বৈরুতসহ দেশের অন্যান্য অঞ্চলেও টাকা আদায়ে সহিংস হয়ে উঠছে নাগরিকরা। সেনা সদস্য মোতায়েন করা হয়েছে ব্যাংকগুলোর নিরাপত্তায়।

প্রসঙ্গত, দেশটিতে মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা লেবানিজ পাউন্ডের মান কমেছে ৯০ শতাংশের বেশি। চরমে পৌঁছেছে মূল্যস্ফীতি। ব্যাংক থেকে গ্রাহকরা কী পরিমাণ অর্থ তুলতে পারবে নির্ধারণ করে দিয়েছে সরকার। জরুরি প্রয়োজনেও জামানতের অর্থ তুলতে পারছে না মানুষ।

আরও পড়ুন: সীমান্তে আধিপত্য নিয়ে কিরগিজস্তান ও তাজিকিস্তান সংঘর্ষ, নিহত ৩০

সূত্র: রয়টার্স

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply