খারকিভের গণকবরে পাওয়া প্রতিটি মরদেহেই মিলেছে নির্যাতনের চিহ্ন

|

মরদেহের সন্ধানে চলছে অনুসন্ধান।

অমানবিক নির্যাতন চালানোর পর রুশ বাহিনী হত্যা করে খারকিভের ইজিউমের অন্তত সাড়ে চারশ বাসিন্দাকে। সম্প্রতি সন্ধানপ্রাপ্ত একটি গণকবর থেকে পাওয়া বিভিন্ন দেহাবশেষের ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ নির্যাতনের তথ্য। কিয়েভের দাবি, ইজিয়ম দখলে নেয়ার পর শহরটির সামরিক-বেসামরিক সব ধরনের নাগরিকের ওপর বর্বরতা চালায় রুশ বাহিনী। খবর সিএনএনের।

কর্তৃপক্ষ জানায়, অনেককে হাত-পা বাধা অবস্থায় গুলি করে হত্যার পর লাশ মাটি চাপা দেয়া হয়। অনেক মরদেহেই আঘাত এবং হাড় ভাঙ্গার প্রমাণও মিলেছে। তদন্তকারীরা বলছেন, নির্যাতন চালানোর সময় ভেঙ্গে যায় অনেকের পাঁজরের হাড়। কাউকে আবার সরাসরি গুলি করে হত্যা করা হয়।

গত, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) খারকিভের ইজিয়াম শহরে গণকবরের সন্ধান পায় ইউক্রেনীয় বাহিনী। রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর সন্ধান মেলে ওই গণকবরের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply