৩ অক্টোবরের পর দেয়া হবে না করোনার প্রথম ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

৩ অক্টোবরের পর করোনার প্রথম ডোজ আর দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শিশুদের ভ্যাকিসন কার্যক্রমের বিষয়ে জাতীয় এ্যাডভোকেসি ওয়ার্কশপে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ভ্যাকসিনেরই মেয়াদ প্রায় শেষ হবার পথে। তাই ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপি টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। যারা প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেয়নি তাদের ভ্যাকসিন দেয়া হবে এই ক্যাম্পেইনে।

এ পর্যন্ত দেশের ৩৩ লাখ মানুষ এখনও প্রথম ডোজ নেয়নি। আর দ্বিতীয় ডোজ নেয়নি ৯৪ লক্ষ মানুষ, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ৩ অক্টোবর পর্যন্ত একটা ক্যাম্পেইন আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া হবে। ৩ অক্টোবরের পর থেকে প্রথম ডোজ আমরা দিতে পারবো না।

আরও পড়ুন: ‘মিয়ানমার ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ, অন্যথায় জাতিসংঘে জানানো হবে’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply