আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে তুমুল লড়াই, নিহতের সংখ্যা বেড়ে ২১২

|

টিআরটি ওয়ার্ল্ড থেকে সংগৃহীত ছবি।

নাগারনো-কারাবাখ সীমান্তে আর্মেনিয়া ও আজারবাইজানের সামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই অব্যাহত আছে। গত কয়েকদিন ধরে চলা এ সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। নিহতদের মধ্যে আর্মেনিয়ার সেনা সদস্য ১৩৫ জন, আর বাকিরা আজারবাইজানের বলে জানা গেছে। খবর রয়টার্সের।

গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিবেশি দেশ দুটির মধ্যে সংঘাত শুরু হয়। এরপর আন্তর্জাতিক মধ্যস্ততায় অস্ত্রবিরতীতেও সম্মত হয় দুই দেশ। তবে সমঝোতার কয়েক ঘণ্টা পরই আবারও শুরু হয় লড়াই।

এক ঘোষণায় আর্মেনিয়া সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের।

প্রসঙ্গত, সীমান্তবর্তী নাগারনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ২০২০ সালেও সংঘাতে জড়িয়েছিল দুই দেশ। ওই যুদ্ধে আর্মেনিয়ার বেশ কিছু এলাকাও দখলে নেয় আজারবাইজান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply