Site icon Jamuna Television

মেসির ফেসবুক পেজে ‘বাংলাদেশ’

বিশ্বকাপ এলেই উন্মাদনা দেখা যায় সারা বিশ্বে। বিভিন্ন দলের সমর্থকরা নিজেদের দলের সমর্থনে আয়োজন করেন নানা আয়োজন। কেউ কেউ বানায় দীর্ঘ পতাকা। উড়িয়ে থাকে বাড়ির ছাঁদে। কেউবা করে মিছিল। আবার বর্তমান ইন্টারনেটে যুগে অনেকে বানায় ভিডিও।

আর যদি বিশ্বের এরকম ভক্তদের স্বীকৃতি দিয়ে দলের আইকন রা তাদের ফেসবুকে পোস্ট দেয়। তাহলে কেমন হয়। হ্যা এরকমটাই ঘটেছে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ব্যাপারে। সমর্থকদের নানা আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি।

গতকাল তার অফিসিয়াল ফেসবুক পেজে এক মিনিট পাঁচ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন মেসি। ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থকরা আর্জেন্টিনার পতাকা নিয়ে দাঁড়িয়ে এবং মেসির ছবি নিয়ে র‍্যালি করছে।

ভিডিওতে লেখা ছিল, ‘মেসি রাশিয়া ২০১৮ বিশ্বকাপে সমর্থন দিয়ে করা ভিডিওগুলো আমাদের এসএমএস করে পাঠাও। এবং মেসি.কম এ ভিজিট করো।’

Exit mobile version