অবিলম্বে বাংলাদেশকে আর্ন্তজাতিক নদী আইনে স্বাক্ষর করে ভারতকেও স্বাক্ষরে চাপ সৃষ্টি করার মাধ্যমে নদী সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন। বলেন, বাস্তবের কাঁটাতারের চেয়ে সম্পর্কের কাঁটাতার ভয়ঙ্কর।
সংবাদ সম্মেলনে বক্তারা ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা স্মারকের কঠোর সমালোচনা করেন। বাংলাদেশ-ভারতের সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে সরকারি পর্যায়ে যে বন্ধুত্ব দেখা যায়, জনপরিসরে তার বিপরীত চিত্র দেখা যায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়রে শিক্ষক অধ্যাপক তানজীম। ভারতের ওপর বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির র্নীভরশীলতার সমালোচনা করেন অধ্যাপক মোশাহিদা সুলতানা।
/এমএন
Leave a reply