রানির শেষকৃত্য; কড়া নিরাপত্তার মধ্যেও ঘটছে অপ্রীতিকর ঘটনা

|

ছবি: সংগৃহীত

রানির শেষকৃত্য উপলক্ষ্যে যুক্তরাজ্যের লন্ডনে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ঘটেছে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনে ছুরিকাঘাতের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতোমধ্যেই হামলাকারীকে আটক করা হয়েছে। তবে তার উদ্দেশ্য ঠিক কী ছিল সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে, শ্রদ্ধা জানানোর সময় জোরপূর্বক রানির কফিন ছোয়ার চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এছাড়াও, লন্ডনের রাস্তায় অব্যাহত রয়েছে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ। একাধিক পুলিশি হুঁশিয়ারির পরও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। শুক্রবার ওয়েস্টমিনিস্টার হলের সামনে ভিড়ের মধ্য থেকেই রাজার আনুগত্য না মানার শ্লোগান দিয়ে ওঠেন একজন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply