Site icon Jamuna Television

নীলফামারীতে ৫ পা ওয়ালা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ পা ওয়ালা একটি বাছুরের জন্ম হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকায় এই বাছুরটির জন্ম হয়। সদ্য জন্ম নেয়া বাছুরটি দেখতে এলাকার বিভিন্ন মানুষ ভিড় করেন।

এলাকাবাসী জানান, সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের গৃহপালিত একটি গাভী পাঁচ পা ওয়ালা বাছুর জন্ম দেয়। এরপর খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। বাছুরটিকে দেখতে ভিড় জমায় বিভিন্ন স্থান থেকে আসা মানুষ।

গরুর মালিক সামছুজ্জামান শাহিন জানান, আজ দুপুরে আমার একটি গাভী বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম নেয়া বাছুরটির পাঁচটি পা রয়েছে। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের উপর একটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির। তিনি জানান, পাঁচ পা থাকার পরেও বাছুরটি সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ বিষয়টা খুব কম দেখা যায়। তবে সেরকম কোনো সমস্যা হবে না। শরীরের সকল অঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তবে ওই পা’টি বাড়বে না।

এটিএম/

Exit mobile version