আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

|

বাংলাদেশের সীমানার মধ্যে গোলাবারুদ ও হামলার ঘটনায় আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে দেশটির রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে আসবেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ আগস্ট বেলা তিনটার দিকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রাখেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে কড়া ভাষায় সতর্ক করেছিল ঢাকা। ভার্চুয়াল তলবে ঢাকা এই ঘটনার পূনরাবৃত্তি চায় না বলে সাফ জানিয়েছিল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তবে, এরপরও সীমান্তে গোলা বর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার টহলও দেয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply