অসুস্থতা নিয়ে গুঞ্জনের পর প্রকাশ্যে আয়াতুল্লাহ আল খামেনি

|

ছবি: সংগৃহীত

অসুস্থতা নিয়ে গুঞ্জনের বেশ কিছুদিন পর প্রকাশ্যে দেখা গেলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে। শনিবার (১৭ সেপ্টেম্বর) এক ধর্মীয় আয়োজনে কথা বলেন তিনি। খবর আল জাজিরার।

দু’সপ্তাহের বেশি সময় পর জনসমক্ষে এলেন খামেনি। সবশেষ গত ৩ সেপ্টেম্বর তেহরানে এক সমাবেশে উপস্থিত হয়েছিলেন তিনি। অনেকদিন আড়ালে থাকায় গুঞ্জন ওঠে, গুরুতর অসুস্থ খামেনি। তবে এর সত্যতা নেই বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ দুই সহযোগী।

অন্যদিকে, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে খামেনির চার সহযোগীর বরাতে জানানো হয়, বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন খামেনি। তাকে বিশ্রামে থাকার নির্দেশনা দেন চিকিৎসকরা। সে কারণে গত দু’সপ্তাহে বাতিল করা হয় তার সব সভা-সমাবেশ। শনিবারের ভাষণে বরাবরের মতোই জোরালো কণ্ঠে কথা বলতে শোনা যায় খামেনিকে।

আরও পড়ুন: ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার ৫ সেনাসদস্য নিহত

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply