বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমকে চোটের কারণে পাচ্ছে না বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ নারী দলে টি-টোয়েন্টিতে এক হাজার রান করা একমাত্র ব্যাটার ফারজানা হকও ছিটকে গেছেন কোভিডে আক্রান্ত হয়ে। যদিও অধিনায়ক নিগারের নেতৃত্বে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী।

বাংলাদেশ এই বিশ্বকাপ বাছাইপর্বে আছে ‘এ’ গ্রুপে। বাকি দলগুলো হচ্ছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে লড়বে জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন: বাছাইপর্বের আগেই ছিটকে গেলেন জাহানারা ও পিংকি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply