সাতক্ষীরায় ভগ্নিপতিকে হত্যার প্রধান আসামি শ্যালক আটক

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ভগ্নিপতি শামছুর গাজীকে হত্যার মূল আসামি শ্যালক আহাদ গাজীকে আটক করেছে র‍্যাব। রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয় র‍্যাব।

আটক আহাদ আলী গাজী (৪০) কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা র‍্যাবের কোম্পানি কমান্ডার গালিব হোসেন খান জানান, রঘুনাথপুর গ্রামের শামছুর গাজীর ছেলে মিজানুর রহমান মাছের ঘেরে মাছ চুরি করেছে এমন অভিযোগ আনেন ফজর আলী গাজী ও আহাদ গাজী। সম্পর্কে তারা শামছুর গাজীর শ্যালক। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আহাদ আলী গাজী শাবল দিয়ে শামছুর গাজীর মাথায় ও গায়ে এলাপাতাড়ি আঘাত করে। এতে নিহত হন শামছুর গাজী।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ছয়জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। অবশেষে রোববার দুপুরে যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে মূল আসামি আহাদ গাজীকে আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহাদ গাজী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আসামিকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply