সীমান্তবর্তী মানুষদের সরানো হবে কিনা তা ভাবা হচ্ছে: বান্দরবানের ডিসি

|

নিরাপত্তার কারণে সীমান্তবর্তী মানুষদের সরানো হবে কিনা তা নিয়ে ভাবা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অগ্রাধিকার।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে থমথমে সীমান্ত এলাকা পরিদর্শনে যান বান্দরবান জেলার প্রশাসনের কর্মকর্তারা। প্রতিনিধি দলে রয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ স্থানীয় জেলা ও পুলিশ কর্তারা।

নিরাপত্তার কারণে সীমান্ত এলাকা থেকে ৩শ’ পরিবারকে নিরাপদে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় জোরদার করা হয়েছে বিজিবি টহল। সীমান্তে যেতে নিষেধ করা হয়েছে সবাইকে।

সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে বান্দরবানের ডিসি, এসপি ও নাইক্ষ্যংছড়ির ইউএনও ঘুমধুমের তুমব্রুতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, ঘুমধুম সীমান্তে গতকাল রোববার রাতভর টানা গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সোমবার সকালেও থেমে থেমে গুলির আওয়াজ পেয়েছেন স্থানীয়রা। তাতে আতঙ্ক বিরাজ করছে ঘুমধুমসহ আশপাশের এলাকায়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply