জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

|

ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগ’র নেতাকর্মীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আয়োজন শেষে লন্ডন থেকে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে শেখ হাসিনাকে বহনকারী বিমান পৌঁছায় নিউইয়র্কে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ইউএনজিএ বিতর্কে’র উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন তিনি। ২৩ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন জাতিসংঘ সদর দফতরে। নিউইয়র্কে থাকাকালে শেখ হাসিনা ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনা করবেন দলীয় নেতাকর্মীদের সাথেও। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে ঘিরে উচ্ছ্বসিত দেশটিতে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা।

২০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা, ৭৭তম ইউএনজিএ বিতর্কের উদ্বোধনী অধিবেশন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনা এবং ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অফ উইমেন লিডার্স’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply