ভারতে পাচারকালে ১৫টি সোনার বারসহ আটক ১

|

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

ভারতে পাচারকালে বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১ কেজি ৬৫২ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ জালাল উদ্দীন (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত জালাল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আলী কদমের ছেলে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোগা এলাকা থেকে তাকে আটক করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোগা-পুটখালি সড়কে অভিযান চালিয়ে জালাল উদ্দীনকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে ১ কেজি ৬৫২ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ জালালকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। আটক জালালের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply