নীলফামারীতে খালের পানিতে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

|

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে খালের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩) নামের দুটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাজিদ ওই পাড়ার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।

বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ জানান, নিহত দুই শিশু বাড়ির পেছনের খোলা জায়গায় খেলছিলো। খেলার এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন প্রতিবেশী আব্দুস ছালামের গোসলখানার ব্যবহৃত খালের জমে থাকা পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply