Site icon Jamuna Television

জাতিসংঘে প্রিয়াঙ্কার ভাষণ

জাতিসংঘের সাধারণ সভার পোডিয়ামে বক্তব্যরত প্রিয়াঙ্কা চোপড়া।

ভারত, ইউরোপ ও আমেরিকার অসংখ্য মঞ্চ আলোকিত করে এবার ‘অন্য’ মঞ্চেও জ্বলে উঠলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। জাতিসংঘের মঞ্চে বিশ্বকে মনে করিয়ে দিলেন, বর্তমান এবং ভবিষ্যতের চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই রয়েছে। ন্যায্য, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পৃথিবী প্রতিটি নাগরিকেরই অধিকার।

বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেন প্রিয়াঙ্কা। এদিন গাঢ় নীল পোশাকে জাতিসংঘের সাধারণ সভায় দৃপ্ত ভঙ্গিতে ভাষণ দিয়েছেন প্রিয়াঙ্কা।

অভিনয় ও প্রযোজনা ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া জাতিসংঘের একজন ‘গুডউইল অ্যাম্বাসেডর’। সুস্থ পৃথিবীর উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সমস্ত সদস্যদেশের লক্ষ্যমাত্রাও নিজের ভাষণে মনে করিয়ে দেন তিনি।

ভাষণে বিশ্ব জুড়ে নানা সমস্যার কথা তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। দারিদ্র দূরীকরণ, পরিবেশ রক্ষা এবং বিশ্ববাসীর জীবনের মান উন্নয়নসহ ১৭টি লক্ষ্যে জাতিসংঘকে বর্তমানে সাহায্য করছেন বলিউডের এই সুপারস্টার।

/এসএইচ

Exit mobile version