নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে হারালো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই’র গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের দেয়া ১৫৯ রান তাড়া করতে গিয়ে ৩ উইকেটে ১০৩ রানে থামে ইউএসএ।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ১০ রান করে শুরুতেই ফেরেন বাংলাদেশি ওপেনার শামিমা সুলতানা। কিন্তু এরপর আর কোনো ভুল করেনি দল। মুর্শিদা ও নিগার সুলতানা দু’জনই তুলে নেন ফিফটি।

মুর্শিদার অপরাজিত ৭৭ আর জ্যোতির হার না মানা ৫৬ রানের ইনিংসে দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি পায় বাংলাদেশ। যার ফলে ১ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।

১৫৯ রান তাড়া করতে নেমে ১২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইউএসএ। তবে সিন্ধুর অর লিসা রামজিতের অপরাজিত ৭৪ ও ২৬ রানের ইনিংসে শতরানের গন্ডি পেরোয় যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply