খাদ্যের দাম নিয়ে সীমিত আয়ের মানুষের মাঝে কষ্ট আছে, এমনটা মনে করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এজন্য ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দরিদ্রের কম মূল্যে সরকার খাদ্য দিচ্ছে বলে জানিয়েছেন সরকার।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, চালের দাম কিছুটা বেড়েছে। তবে যে খাদ্য মজুদ রয়েছে এবং আমদানি করা হচ্ছে তাতে সামনে মঙ্গা বা সংকটের কোনো শঙ্কা নেই।
বৃষ্টি কম হওয়ায় আমনের আবাদ নিয়ে সংকট ছিল বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। কিন্তু সেই সংকট অনেকটা কেটে গেছে।
ড. আব্দুর রাজ্জাক বলেন, সব ধরনের সারের মজুদ আছে। বোরো আবাদের জন্য অনেক সার প্রয়োজন হবে। আমেরিকা সারে নিষেধাজ্ঞা তুললেও কিছু শর্ত দিয়েছে। তাতে রাশিয়া থেকে সার আমদানি কঠিন। বাধ্য হয়ে বেশি দামে কানাডা থেকে ৫ লাখ টন সার কেনা হবে।
/এমএন
Leave a reply