রাতে রাজধানীতে দুটি সড়ক দুর্ঘটনা এবং আরও একটি অস্বাভাবিক মৃত্যু

|

রাতে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া বংশালে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক কলেজ শিক্ষার্থীর।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর বুয়েট মোড় এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। যার বয়স আনুমানিক ৪৫ বছর। এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া রাত দুইটার দিকে বাসাবো এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মারা গেছেন মরিয়ম আক্তার নামে এক নারী। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এদিকে, ছাদ থেকে পড়ে যাওয়ার আরেক ঘটনায় বংশালে জিসান নামে এক শিক্ষার্থী মারা গেছেন রাতে। বুধবার দুপুরে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন জিসান। পরে কয়েক দফা হাসপাতাল বদলের পর রাতে মারা যান জিসান। তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহও রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply