স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
রংপুর মহানগরীর হাসনা বাজারের মহাসড়কে চলন্ত বালুবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়া আরেকটি বালুবাহী ট্রাকের হেলপার আলমগীর হোসেন (২৪) নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। নিহত আলমগীরের বাড়ি নগরীর মর্ডান মোড়ে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, শুক্রবার সকালে নগরীর হাসনা বাজারে চলন্ত অবস্থায় সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাকের চাকা ফেটে গিয়ে থেমে যায়। এ সময় পেছনে থাকা বালু বোঝাই আরেকটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক জালাল ও হেলপার আলমগীর ট্রাকে আটকে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় জালালকে জীবিত অবস্থায় উদ্ধার করে। আর চাপা পড়ে মারা যায় হেলপার আলমগীর।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত চালক জালালসহ আরও একজনকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এটিএম/
Leave a reply