বাংলাদেশ-নেপাল কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘দোগারি হিমাল’ শিখরে সম্মিলিত অভিযানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে যৌথ অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অভিযানে দুই দেশের ৮জন পর্বতারোহী অংশ নেবেন।
চার সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন এম এ মুহিত। বাকি তিন জন হলেন বাহলুল মজনু, ইকরামুল হাসান ও রিয়াসাদ সানভী। সবাই ভারতে পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করে নেপালে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় সাফ চ্যাম্পিয়ন শীপে বাংলাদেশ বিজয়ে মেয়েদের প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।
/এমএন
Leave a reply