ক্রিকেটে বিভিন্ন দেশের অধিনায়কদের মধ্যে সম্পদের দিক থেকে শীর্ষস্থানে অবস্থান করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তালিকার দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিষয়টি জানিয়েছে ক্রিকেটারদের সম্পদের পরিমাণ নিয়ে গবেষণা করা ক্রিকফ্যান। সম্প্রতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দলের অধিনায়কদের সম্পদের পরিমাণ প্রকাশ করা হয়েছে। যেখানে ২৪৩ কোটি টাকা নিয়ে শীর্ষস্থানে রোহিত শর্মা। ২২২ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব।
তৃতীয় স্থানে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। এছাড়া তালিকায় থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের সম্পদ ৮১ কোটি টাকার, কিউই অধিনায়ক কেন উইলিইয়ামসনের ৬৫ কোটি, দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমার ৫০ কোটি , পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ৪০ কোটি টাকা ও আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর রয়েছে ১২ কোটি টাকার সম্পদ।
আরও পড়ুন: ‘মনে হচ্ছে যেনো তরমুজ’;পাকিস্তানের জার্সি নিয়ে দানিশ কানেরিয়া
জেডআই/
Leave a reply