হিজাব ‘ঠিকমতো’ না পরায় আটক নারীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিক্ষোভ আরও ঘনীভূত হচ্ছে ইরানজুড়ে। সেখানকার নিরাপত্তা বাহিনীও রয়েছে মারমুখী ভূমিকায়। এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
অসলো ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারিভাবে মৃতের সংখ্যা ১৭ জন বলা হলেও প্রকৃত সংখ্যা কয়েকগুণ বেশি। সরকার বিরোধী আন্দোলনে নিরাপত্তা কর্মীদের হাতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে।
বিক্ষোভকারীদের সমাবেশে বাধা দিতে এবং বহির্বিশ্বে আন্দলোনের ছবির প্রবাহ বন্ধ করতে ইরান সরকার ইতোমধ্যে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এটিএম/
Leave a reply