স্টাফ করেসপন্ডেন্ট, সাভার:
আশুলিয়ায় ক্লু লেস হত্যা মামলায় নিহতের পরিচয় মিলেছে। এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে হত্যা অভিযানে অংশ নেয়া এক দম্পতিকে। গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর থানার গোবিন্দপুর গ্রামের মো. টুটুল সবুজ (২৪) ও তার স্ত্রী জেসমিন (২০)।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল মামুন কবির।
তিনি জানান, গ্রেফতারকৃত দম্পতি গত ১৮ সেপ্টেম্বর আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় তাদের ভাড়া বাসায় কথিত দাদাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘর তালা বন্ধ করে পালিয়ে যায়। পরে পুলিশ ‘কথিত দাদা’র পরিচয় নিশ্চিত হন। নিহতের নাম উজির আলী, তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার বাসিন্দা।
পরে পুলিশ এ ঘটনায় জড়িত দম্পতিকে খুঁজতে অভিযানে নামে। অবশেষে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির বলেন, নিহতের সাথে আসামি সবুজের স্ত্রী জেসমিনের অবৈধ সম্পর্ক থাকায় তাকে বাসায় ডেকে এনে হত্যা করে। ক্লুলেস এ মামলায় ভিকটিমের পরিচয় শনাক্ত এবং প্রকৃত খুনিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
/এসএইচ
Leave a reply