যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামও প্রত্যক্ষ করলো মেসি ম্যাজিক। আর্জেন্টাইন অধিনায়কের জোড়া গোলে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে আলবিসেলেস্তেরা। তিনটি গোলেই আছে লিওনেল মেসির অবদান। জোড়া গোলের পাশাপাশি লাউতারো মার্টিনেজের গোলের বিল্ডআপও মেসিরই করা।
ম্যাচের ১৬ মিনিটে মেসি স্বভাবসুলভ ডানপ্রান্ত থেকে কাট ইন করে মাঝের দিকে চলে আসেন। সেখান থেকে ডিফেন্স চেড়া পাস বাড়ান পাপু গোমেজের দিকে। পাপু গোমেজের ক্রস থেকে ট্যাপ ইন করে করে গোলের খাতা খোলেন লাউতারো মার্টিনেজ।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি।
৬৯ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস চিতার ক্ষিপ্রতায় নিজের আয়ত্তে নিয়ে দুর্দান্ত এক চিপ করেন মেসি। হন্ডুরাসের ডিফেন্স ও গোলরক্ষকের কেবল মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা ছাড়া করার ছিল না কিছুই।
আরও পড়ুন: ইতালির কাছে হেরে ব্যর্থতার বৃত্তে বন্দি ইংল্যান্ড
/এম ই
Leave a reply