আইসল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামাবে না ক্রোয়েশিয়া

|

প্রথম ম্যাচ ড্র’র পর বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার কাছে বড় ব্যবধানে পরাজয়ে ফিকে হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন। নকআউট পর্বে উঠতে এখন শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালেই চলবে না, তাকিয়ে থাকতে অন্যদলগুলোর খেলার ফলাফলের দিকে। সেখানেও কোন আপাতত কোন সুসংবাদ নেই আলবিসিলেস্তেদের জন্য। বরং ক্রোয়েশিয়ার কোচের ঘোষণায় শঙ্কাটাই বাড়ছে।

প্রথম দুই ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলা ক্রোয়েশিয়া রয়েছে ফুরফুরে মেজাজে। দলের কোচ জ্লাতকো দালিচ জানিয়েছেন, আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন দলের মূল খেলোয়াড়রা।

নক আউট পর্বে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে মেসিবাহিনীকে। কিন্তু যদি আইসল্যান্ড তাদের শেষ দুই ম্যাচ থেকে ৩টি পয়েন্ট জোগাড় করে ফেলে, তবে আর্জেন্টিনা বাদ পড়ে যাবে।

আর্জেন্টিনাকে হারানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডালিচ বলেন, খেলোয়াড়দের চাপমুক্ত রাখতে চান। রোস্টভের ম্যাচে দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেবেন। সেই সাথে যাচাই করে নেবেন রিজার্ভ বেঞ্চের শক্তিটাও।

ক্রোয়েট কোচ ডালিচের এমন সিদ্ধান্তে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তেই পারে হোর্হে সাম্পাওলির। কারণ খর্বশক্তির ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড যদি ভালো কিছু করে বসে, তবে সব হিসাব নিকাশ শেষ হয়ে যাবে।





Leave a reply