চাঁদপুর জেলা আ. লীগের সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

|

নিহত আওয়ামী লীগ নেতা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহ (৭০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শহরের নতুন বাজারস্থ সফিউল্লাহ বোডিং বিল্ডিংয়ের ৩য় তলায় রফিকুল্লাহর নিজ বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় রফিকুল্লাহ শহরের নতুন বাজারস্থ সফিউল্লাহ বোডিং বিল্ডিংয়ের ৩য় তলায় নিজ বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত সহকারী মিরাজ বাসা থেকে ব্যক্তিগত কাজে বের হন। কিছুক্ষণ পর তার সাথে থাকা মিরাজ বাসায় এসে দেখেন কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে চলে যায়। মিরাজের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কনস্টেবলকে কুপিয়ে জখম: গ্রেফতার ৫

এমন ঘটনা তদন্তে পুলিশ বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। রফিকউল্লাহ বিয়ে করেননি। তার এমন মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply