সিরিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যার পর লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা মিনিয়েহ থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি। অন্তত ১২০ থেকে ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন নৌকাটিতে। লেবানন থেকে সিরিয়া পৌঁছে সেখান থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি সিরিয়ার দক্ষিণে অবস্থিতি টারতুস বন্দরের কাছে ডুবে যায়। উদ্ধার কাজে রাশিয়াও সহায়তা করছে।
/এনএএস
Leave a reply