Site icon Jamuna Television

ছাত্রলীগ কর্মী রাকিব হত্যা: র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ৩

মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর রাকিব হাসান হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ারসহ হত্যাকাল্ডে জড়িত অভিযুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গত ২১ সেপ্টেম্বর উপজেলার গোলাকান্দাইল এলাকায় ছাত্রলীগ কর্মী রাকিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দেলোয়ারসহ তার বাহিনীর অন্যান্য সদস্যরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) তাদের করা হয়। গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের বড়বোন আঁখি আক্তার একটি মামলা করেছিলেন। রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে‌ তাকে হত্যা করা হয়েছে বলে মামলায় বলা হয়।

র‍্যাব ১১-এর সহকারী পরিচালক রিজোয়ান সিদ্দিক জিকু জানান, দেশব্যাপী আলোচিত রাকিব হাসান হত্যায় অভিযুক্ত দেলোয়ারসহ তার সহযোগীরা হত্যাকাণ্ডের পরপরই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর নিহতের বোন আঁখি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব ১১। পরে র‍্যাব ১৪ এবং র‍্যাব ১৫-এর সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে দেলোয়ার, সজিব ও রুবেলকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্য আটক করা হয় তাদের।

আটককৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version