৪ রানে ফিরলেন ইয়াসির

|

ছবি: সংগৃহীত

স্রোতে গাঁ ভাসালেন ইয়াসির আলীও। উইকেটের মিছিলে নিজের নাম লেখালেন ব্যক্তিগত ৪ রানে। সাব্বির, লিটন, মিরাজের পর সাজঘরে ফিরলেন তিনি।

এর আগে, দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ দিয়ে আউট হন সাব্বির রহমান। সাব্বির রহমানের পরেই ৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। তারপর ১৪ বলে ১২ রান করে হাওয়ায় ওড়ানো শট খেলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত স্কোর- ৭.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৮ রান।

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, সাব্বির রহমান, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।

আরব আমিরাত একাদশ: চুনদাঙ্গাপৌলি রিজওয়ান (অধিনায়ক), মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, ভৃত্য অরবিন্দ, আরিয়ান লাকরা, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, আইয়ান আফজাল খান, কার্তিক মেইয়াপান, জুনাইদ সিদ্দিক, সাবির আলী।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply