পুতিন বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া, গ্রেফতার ৭৫০

|

পুতিন বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়ার বিভিন্ন শহর। রোববার (২৫ সেপ্টেম্বর) দাগেস্তান অঞ্চল থেকে কমপক্ষে ১০০ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ৭৫০’র কাছাকাছি গিয়ে পৌঁছল। খবর আল জাজিরার।

বুধবার পুতিনের রিজার্ভ ফোর্স ব্যবহারের ঘোষণা দেয়ার সাথে সাথে আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাশিয়াজুড়ে। এছাড়া শনিবার সরিয়ে দেয়া হয়েছে রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রীকে। তিনি যুদ্ধে লজিস্টিক সরবরাহের দায়িত্বে ছিলেন।

বিরোধী দল ভেসনা এবং জেলবন্দী অ্যালেক্সি নাভালনির সমর্থকেরা যে শহরে বিক্ষোভের ঘোষণা দিয়েছিলো, সেখানেই মোতায়েন করা হয়েছিলো পুলিশ। বিক্ষোভ শুরুর আগেই তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং কর্তব্যে অবহেলার অভিযোগে করা হয়েছে মামলা।

এদিকে গেলো রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট তার গভীর রাতের ভাষণে রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানান। বলেন, তাদের সাথে সভ্য আচরণ করা হবে। আত্মসমর্পণের পরিস্থিতি কাউকে জানানো হবে না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply