টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের দেয়া ১৬৭ রানের টার্গেটে ১৯.২ বলে ১৬৩ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। এই জয়ে ৭ ম্যাচের সিরিজে ২-২’তে সমতায় ফিরেছে পাকিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯৭ রান। তবে থ্রি লায়ন্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা ধীরগতি হয় পাকিস্তানের। রিজওয়ান করেন দলীয় সর্বোচ্চ ৮৮ রান। আর বাবর আজমের ব্যাট থেকে আসে ৩৬ রানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে বিপর্যস্ত হয়ে পড়ে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপ। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ইংল্যান্ড। তবে শেষ দিকে লিয়াম ডসনের ১৭ বলে ৩৪ রানের ইনিংস জয়ের সম্ভবনা দেখালেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারিদের। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ ও হারিস রউফ নেন ৩টি করে উইকেট।
আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
/এম ই
Leave a reply