বাদুড়ের দেহে পাওয়া গেছে করোনার মতো আরেকটি ভাইরাস

|

করোনার মতোই নতুন আরেকটি ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছেন মার্কিন গবেষকরা। রাশিয়ায় বাদুড়ের দেহে পাওয়া গেছে এই ভাইরাস। যা মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন এ তথ্য। ভাইরাসটিকে খোস্তা টু নামকরণ করা হয়েছে। সার্স কোভ টু এবং খোস্তা টু একই সাব ক্যাটাগরির ভাইরাস। দুই বছর আগে এটি শনাক্ত করা হয় রাশিয়ায়।

সম্প্রতি ল্যাব পরীক্ষায় নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে, এই ভাইরাস মানুষকেও সংক্রমিত করতে পারে। বাদুড়ের দেহে শনাক্ত হলেও করোনাভাইরাসের মতো প্যাঙ্গোলিন, গন্ধগোকুল, পাম সিভেটের মতো অন্যান্য প্রাণিদেহকেও পোষক হিসেবে ব্যবহার করার ক্ষমতা আছে খোস্তা টু ভাইরাসটির।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply