১৯৭১ সালের পর ডলারের বিপরীতে রেকর্ড দরপতন পাউন্ডের

|

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের পর ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হলো ব্রিটিশ পাউন্ডের। সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে পাউন্ডের দর দাঁড়ায় ১ দশমিক শূন্য ৫ ডলার। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিশেষজ্ঞরা বলছেন, করের হার কমানোর প্রভাব পড়েছে অর্থবাজারে। গত শুক্রবার ৪৫ বিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ ঘোষণা করেন নতুন ব্রিটিশ অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারটেং। যাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ করের হার কমানো হয়েছে। জনগণের জীবনযাপন সহজ করতে এমন পদক্ষেপ বলে দাবি দেশটির নতুন সরকারের।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ডলারের বিপরীতে পাউন্ডের দর এই পর্যায়ে থাকলে আমদানিকৃত পণ্যগুলোর মূল্যবৃদ্ধি অব্যাহত থাকবে। বিশেষ করে তেল, গ্যাসের মতো জ্বালানির দাম। আর এতে বাজারের অন্যান্য পণ্যেও দেখা যাবে চড়া মূল্য। একইদিন ডলারের বিপরীতে ইউরোর দরেও রেকর্ড পতন হয়েছে। যা ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply