রাশিয়ার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত অন্তত ১৪

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি স্কুলে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা অনেক। মধ্য রাশিয়ার ইজহেভস্ক শহরে ঘটা এই বন্দুক হামলায় হতাহতের মাঝে ৫ জন শিশুও রয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, বন্দুকধারী নিজে আত্মহত্যা করেছে। তার এই আক্রমণের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, স্কুল ভবনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গুলিবর্ষণের প্রমাণও মিলেছে সেখানে। কয়েকটি ফুটেজে দেখা যায়, শ্রেণিকক্ষে রক্ত। আতঙ্কে শিশুরা চেয়ার টেবিলের নিচে লুকোচ্ছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন শিক্ষক ও দুইজন নিরাপত্তারক্ষী ছিল। স্কুল ভবন থেকে শিক্ষার্থী ও কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়েছে।

বিবিসির কাছে স্থানীয় সংসদ সদস্য জানিয়েছে, আক্রমণকারীর কাছে ছিল দুইটি পিস্তল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস’র বরাত দিয়ে একজন তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘাড় ও মুখ ঢাকা টুপি পরিহিত সেই বন্দুকধারীর টি-শার্টে আঁকা ছিল নাৎসি চিহ্ন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply