Site icon Jamuna Television

৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। রোববার (৯ অক্টোবর) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানান।

এর আগে, ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানায়।

/এনএএস

Exit mobile version