সিরাজগঞ্জে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে আ’লীগ নেতার স্ত্রী-ছেলেসহ আটক ৪

|

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে নকল সরবরাহ করার দায়ে খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্ত্রী ও ছেলেসহ ৪ জনকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকৃতরা হলো মাসুদা বেগম, মাকসুদা বেগম, মাহি ও আলামিন।

এ নিয়ে কেন্দ্র সচিব মো. শামসুর রহমান জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষা চলাকালীন কয়েকজন পরীক্ষার্থীর স্বজনরা কেন্দ্রের খানিকটা দূরে প্রশ্নের উত্তর তৈরি করে তা কেন্দ্রে সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওখান থেকে এক নারীসহ চারজনকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চারজনের বিরুদ্ধেই থানায় মামলা দায়ের করি। বর্তমানে চারজনই থানা হাজতে আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply