দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন ওজিল

|

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাবা হলেন জার্মান সুপারস্টার মেসুত ওজিল। সাবেক মিস তুর্কি তার স্ত্রী অ্যামাইন গুলসের ঘর আলোকিত করে এসেছে আরেকটি ফুটফুটে কন্যা সন্তান। যার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন জার্মান সাবেক তারকা ওজিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা হওয়ার সুখবরটি দিয়েছেন ওজিল। কন্যা সন্তানের নামও ইতোমধ্যেই ঠিক করে ফেলেছেন। তিনি জানিয়েছেন তাদের কন্যা সন্তানের নাম ‘এলা’। এর আগেও এক কন্যা সন্তানের বাবা হয়েছিলেন ওজিল।

টুইট বার্তায় ওজিল লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের কন্যা ‘এলা’ সুস্হভাবে জন্মগ্রহণ করেছে। পৃথিবীতে স্বাগতম আমাদের ছোট্ট রাজকুমারী এলা।

২০১৯ সালের জুনে সাবেক মিস তুর্কি অ্যামাইন গুলসেকে বিয়ে করেন আর্সেনাল তারকা ৩১ বছর বয়সী মেসুত ওজিল। ইস্তাম্বুলে দু’জনে বিবাহ সম্পন্ন করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply