ইউক্রেনে শুরু হলো রুশ রিজার্ভ ফোর্সের সেনা সদস্যদের মোতায়েন। ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা পেয়েছেন নিয়োগ। খবর এপির।
প্রাথমিকভাবে পদাতিক ও গোলন্দাজ, এই দুই শাখার অধীনে থেকে লড়বেন সংরক্ষিত বাহিনীর সদস্যরা।
রুশ সামরিক বাহিনীর সমন্বক আলেকজান্দার কুজনেৎস্কোভ বলেন, সংরক্ষিত বাহিনীর সদস্যদের স্পেশাল ফোর্স কিংবা বিশেষ কোনো অপারেশনে পাঠানো হবে না। তাদের কাজ হবে মুলত সামরিক বাহিনীর দায়িত্বে সমন্বয় করা। টহল দেয়া কিংবা বিভিন্ন সহায়তামূলক কাজে অংশ নেয়া। বিনিময়ে তাদের উচ্চ বেতন এবং সব ধরনের সামাজিক সুবিধা দেয়া হবে।
এর আগে মস্কো ঘোষণা দেয়, রিজার্ভ ফোর্সের অধীনে ৩ লাখ সদস্য মোতায়েন করা হবে। এ সংখ্যা আরও বেশি হতে পারে। তবে রিজার্ভ সেনা নিয়োগের ক্ষেত্রে কিছু ভুল করেছে মস্কো। সেসব ভুলের বিষয়টি ক্রেমলিনের পক্ষ থেকে স্বীকার করেও নেয়া হয়েছে।
এদিকে, যুদ্ধে অংশ নেয়া এড়াতে দেশ ছাড়ছেন অনেক রুশ। মঙ্গোলিয়া সীমান্তে জড়ো হয়েছেন হাজারও মানুষ। জানিয়েছেন, পুতিন প্রশাসনের প্রতি ক্ষোভ।
দেশ ত্যাগ করতে চাওয়া এক রুশ নাগরিক বলেন, পুতিন প্রশাসনের এই সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। আমরা কোনোভাবেই মানুষ হত্যায় রাজি নই।
রিজার্ভ সেনা মোতায়েনের পর থেকেই ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলার পরিধি বাড়িয়েছে রুশ বাহিনী। নতুন করে বাড়ানো হয়েছে গোলন্দাজ ইউনিটের সংখ্যা। এ অবস্থায় আবারও সামরিক মহড়া শুরু করেছে রাশিয়ার প্রতিবেশি দেশ এস্তোনিয়া।
/এমএন
Leave a reply